
সকল রোগের মধ্যে একমাত্র এইচআইভি এইডস রোগ/ ভাইরাস মানুষ অনিরাপদ যৌন-মিলন, রক্ত সঞ্চালন, ভাইরাসবাহী সূচ ব্যবহার ও অসচেতনতার কারণে আক্রান্ত হয়। ২৭ মে ২০১৯, সোমবার আহছানিয়া মিশন ভোকেশনাল টেনিং ইনস্টিটিউট, গাজীপুরে নৈতিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের সময় সেন্টার ফর এথিকস এডুকেশনের (সিইই) প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা এসব কথা বলেন। এছাড়াও তিনি মরণব্যাধী এইডস রোগ থেকে প্রতিকারের উপায় ও সচেতনতা সম্পর্কে আলোচনা করেন। ট্রেনিং ইনস্টিটিউশনের ১২০ জন শিক্ষার্থী উক্ত সেশনে অংশগ্রহন করে।

উদ্বোধন কালে দৈনন্দিন জীবিকা নির্বাহে নৈতিকতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সিইই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুজ্জামান রানা। এবং আহছানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, গাজীপুরের (TVET) ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সেশনের সমাপ্তি ঘোষণা করেন।