শিক্ষার সাথে মনুষ্যত্বের সম্পর্ক নিবিড়। শিক্ষা হচ্ছে মানুষের সার্বিক বিকাশের পথ। প্রকৃতি প্রদত্ত জ্ঞানের সর্বোত্তম ব্যবহারে যার দক্ষতা যত বেশি সে তত শিক্ষিত। শিক্ষা মূলত সেই বস্তু যা সকল অনিয়ম থেকে, সকল অকল্যাণ থেকে, সকল অসুন্দর থেকে আমাদের মুক্ত রাখে। আর শিক্ষা ও নৈতিকতা মুদ্রার এপিঠ ওপিঠের মতো। নৈতিকতা ছাড়া শিক্ষা কুশিক্ষার নামান্তর, যা মানুষকে পশুর চেয়েও নিম্নস্তরে নামিয়ে ফেলে। আর মানবিক নৈতিকতাপূর্ণ শিক্ষা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত রাখে। শিক্ষার জন্য শিক্ষা মানুষকে মনুষ্যত্ব নিয়ে গড়ে উঠতে সহায়তা করে না। তাই ভবিষৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সেন্টার ফর এথিকস এডুকেশন স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে নৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্পতি ০২ মে, ২০১৯ ঢাকা আহছানিয়া মহিলা মিশন স্কুলে “শিক্ষা ও নৈতিকতা” বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন CEE এর বিউটি রেমা।