নতুন স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক চাপ ও নৈতিকতা শীর্ষক জুম সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর এথিক্স এডুকেশনের আয়োজনে রোববার, ২৩ জানুয়ারি ২০২২, সকাল ১১টায় নতুন স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক চাপ ও নৈতিকতা শীর্ষক জুম সেমিনার অনুষ্ঠিতহয়। ’নতুন স্বাস্থ্য ঝুঁকি, অথনৈতিকচাপ ও নৈতিকতা’ শীর্ষক এ জুম সেমিনারে প্রধান দুজন আলোচক ছিলেন ডা. তৌফিক জোয়ার্দার, ভাইস প্রেসিডেন্ট, পাবলিক হেল্থ ফাউন্ডেশন ও প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, চেয়ারম্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য দেন সিইইর পরিচালক ও প্রাক্তন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন সিইই-র বোর্ড মেম্বার ও ইউএসএ-রডার মাউন্ট বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস এর নির্বাহী উপাচার্য ড. আতাউল করিম, আহছানিয়ামিশন এর সাধারণ সম্পাদক ড. খলিলুর রহমান, আহছানিয়া মিশন কলেজের প্রিন্সিপাল প্রফেসর মফিজুর রহমান ও বিশিষ্টনারী নেত্রী ও মানবাধিকার কর্মি শাহিনা হাফিজ ডেইজি। জুম মিটিং সঞ্চালোচনা করেন সিইইর সিইও কাজী আলী রেজা, ও সিইইর মিডিয়া পরামর্শক চিন্ময়মুৎসুদ্দী।

যৌথ জুম সেমিনার ৩টি প্রতিষ্ঠানের আয়োজনে ২০২১ সাল হতে শুরু হয়েছে। ৩টি প্রতিষ্ঠান হল আহছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, আহছানিয়া মিশন কলেজ ও সেন্টার ফর এথিক্স এডুকেশন। ১ম জুম সেমিনারটি আয়োজন করে আহছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, বিষয় ছিল ধর্ম পালনে নৈতিকতা, তারপর আহছানিয়া মিশন কলেজ, বিষয় ছিল শিক্ষায় ও শিক্ষকতায় নৈতিকতা। এবং ৩য় সেমিনারটি আয়োজনটি করেছে সেন্টার ফর এথিক্স এডুকেশন। করোনাকালে সকল প্রতিষ্ঠানের কাযক্রম স্থবির হয়ে পড়েছে। প্রকাশ্যে গণজমায়েত মূলক অনুষ্ঠানাদি বন্ধ রয়েছে।

সেক্ষেত্রে সিইইর নিয়মিত কাযক্রম বন্ধ রয়েছে। শুধু দাপ্তরিক কাযক্রম সংক্ষিপ্ত পরিসওে চলছে। তারপরেও নৈতিকতা বিষয়ে জুম ভিত্তিক কাযক্রম চালু রেখেছে সেন্টার ফর এথিক্স এডুকেশন।