নৈতিক শিক্ষা কোর্সের শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের নৈতিক শিক্ষা দিনলিপি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন কার্যক্রমের শুভ সূচনা

সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) বিগত দেড় বছর ধরে দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে একটি নৈতিক শিক্ষা কোর্স পরিচালনা করছে। কোর্সটির মূল উদ্দেশ্য তরুণ সমাজের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ বির্নিমাণে সহায়তা করা। এই কোর্সের সহায়ক উপকরণ হিসেবে সিইই গত এপ্রিল মাসে “নৈতিক শিক্ষা দিনলিপি” নামে একটি ডায়েরি কাম ওয়ার্কবুক প্রকাশ করেছে; যাতে শিক্ষার্থীরা তাদের নৈতিক শিক্ষা সেশনগুলোর অর্জন, কর্মকান্ড এবং ভাবনা লিপিবদ্ধ করে রাখবে। এই দিনলিটিপির ব্যবহার বিষয়ে ২৫ জুন ২০১৯ তারিখে ঢাকাস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সিইই-এর উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নৈতিক শিক্ষা কোর্সের সাথে যুক্ত স্কুল এবং কলেজের শিক্ষক এবং সেশন পরিচালনায় যুক্ত স্বেচ্ছাসেবক মিলে মোট ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সকাল সোয়া দশটায় সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজার স্বাগত আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অতপর দিনলিপিটি শিক্ষার্থীরা কিভাবে ব্যবহার করবে এবং সে বিষয়ে শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের করণীয় কি হবে সে বিষয়ে আলোচনা শুরু করেন সিইই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সাইফুজ্জামান রানা। এই সেশনটি পরিচালনায় যুক্ত হন সিইই এর সিইও কাজী আলী রেজা এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের মিডিয়া পরামর্শক চিন্ময় মুৎসুদ্দি। প্রশিক্ষকগণ তাদের আলোচনা একটি বিষয় জোর দেন যে, দিনলিপিটিতে দৈনন্দিন কার্যক্রম লিপিবদ্ধ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেন নিজের কাছে সৎ থেকে সবকিছু লিপিবদ্ধ করে সে বিষয়ে শিক্ষক এবং স্বেচ্চাসেবকগণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন। প্রশিক্ষণে আরো একটি বিষয় উল্লেখ করেণ প্রশিক্ষকগণ আর সেটি হলো প্রতিটি সেশন শুরুর আগে বিগত সেশনের উপর শিক্ষার্থীদের যা করণীয় ছিলো সেগুলো তারা যথাযথভাবে করেছে কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য শিক্ষক এবং স্বেচ্ছাসেবকগণের প্রতি বিশেষ জোর দেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত থেকে নীতি ও নৈতিকতা শিক্ষার গুরুত্ব এবং প্রেক্ষাপট বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহেরা

আহম্মদ। তিনি তার আলোচনায় সামাজিক মূল্যবোধ এবং অপরের প্রতি সম্মান দেখানোর বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করেন। আরো আলোচনা করেন আহ্ছানিয়া মিশন কলেজের প্রিন্সিপাল প্রফেসর শেখ সাঈদ আলী। প্রথম অধিবেশনের শেষাংশে সকলকে ধন্যবাদ জানিয়ে এই অধিবেশন শেষ করনে সিইই এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর আনিসুল কবির জাসির।
দুপুরের খাবার বিরতির পর সিইই এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া নৈতিক শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শন কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেব শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করানো হয়। এসময় জাদুঘরের পক্ষে প্রোগ্রাম অফিসার রনিকা ইসলাম সার্বিক সহযোগিতা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী মাস থেকে প্রতি সপ্তাহে একবার নৈতিক শিক্ষা কোর্সের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবে এবং সেই দিনের নৈতিক শিক্ষা সেশনটি মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।