সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের মধ্য দিয়ে নৈতিক ও মানবিক সমাজ বির্নিমাণের লক্ষ্যে একটি নৈতিক শিক্ষা কোর্স পরিচালনা করে আসছে। এই কোর্সে যুক্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি একটি “নৈতিক শিক্ষা দিনলিপি” প্রকাশ করেছে, যা গত ৬ জুলাই ২০১৯ তারিখে আহ্ছানিয়া মিশন কলেজের নৈতিক শিক্ষা কোর্সে অংশ নেয়া সপ্তম একং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে নৈতিক শিক্ষা দিনলিপি বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

এই দিনলিপি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এম এম খলিলুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে বলিয়ান হয়ে বেড়ে উঠতে অনুপ্রেরণা দেন। সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা তাঁর আলোচনায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক তথা মা-বাবার বড় ভূমিকা রয়েছে। অভিভকরা যদি সন্তানের খোঁজ-খবর রাখেন তাহলে সন্তান সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেড়ে উঠবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। আহ্ছানিয়া মিশন কলেজের প্রিন্সিপাল শেখ সাঈদ আলী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো আলোচনা করেন অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মফিজুর রহমান। নৈতিক শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের পরিবেশনা “সত্যের প্রচলনে মিথ্যার পরাজয়, আলোর ফলে অন্ধকারের বিলিন হয়ে যাওয়া ও নৈতিকতার চর্চার ফলে অনৈতিকতার নির্বাসন” শীর্ষক একটি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানিক আলোচনা পর্বের শুরুতেই এই আয়োজনের উদ্ধেশ্য এবং সিইই এর কার্যক্রম বিষয়ে স্বল্পপরিসরে আলোচনা করেন সিইই এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সাইফুজ্জামান রানা। উপস্থিত অভিভবকদের মধ্য থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী লাবন্য আক্তারে মা এম এস টি মারিয়ম এবং অপর এক শিক্ষার্থীর বাবা মো. শহিদুল ইসলাম নৈতিক শিক্ষা কোর্স বিষয়ে তাদের অভিমত প্রকাশ করেন। দিনলিপি বিতরণ আনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক তাসমিনি রহমান। আহ্ছানউল্লা ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশ টেকনোলোজি‘র প্রিন্সিপাল কাজী শহিদুল ইসলামসহ অভিভাবক এবং শিক্ষার্থী মিলে প্রায় দুই শতাধিক মানুষ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে অথিথিবৃন্দের হাত থেকে শিক্ষার্থীদের মাঝে দিনলিপিটি বিতরণের মাধ্যমে আয়োজনের শেষ হয়।
