নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

শিক্ষা মানুষকে পরিবর্তন করে, আলোকিত করে। শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হলেন জাতির বাতিঘর। আমাদের উন্নত জাতিরাষ্ট্র গঠন করতে হলে শিক্ষার যেমন বিকল্প নাই তেমনি শিক্ষকদের হতে হবে জ্ঞান-প্রদীপ্ত নৈতিকতা সম্পন্ন আলোকিত মানুষ। তাই তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। আর সে প্রশিক্ষণটি যতি হয় নৈতিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ। নৈতিক মানুষ গড়তে হলে প্রথমে শিক্ষকদের নৈতিক হতে হবে এমন কথাগুলোই উঠে এসেছে শনিবার,এপ্রিল ২৩,’২২ হযরত শাহআলী মডেল হাইস্কুল এর দিনব্যপি শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণে। দেশবরেণ্য শিক্ষাবিদ, প্রশিক্ষক, রিসোর্স পার্সনদের অংশ গ্রহণে দিনব্যপি শিক্ষা বিষয়ক নৈতিক শিক্ষক প্রশিক্ষণটি হয়ে ওঠে অর্থবহ ও সফল।

শ^াসরুদ্ধকর এক একটি সেশন প্রশিক্ষারনার্থীদের জন্য ছিল অভিনব তথ্যবহুল। প্রথম সেশনে বিশিষ্ট সাংবাদিক ও সিইইর মিডিয়া পরামর্শক চিন্ময় মুৎসুদ্দী পরিচিতি, জড়তাদুর করণ, প্রাকমূল্যায়ন ও প্রত্যাশা যাচাই করেন। তারপর অঅসেন সিইইর সিইও কাজী আলী রেজা, তিনি নৈতিকতার তত্ত¡গত ধারণা দেন, শিক্ষা , স্বাস্থ্য, পরিবেশ, ও নৈতিকতা বিষদভাবে ব্যাখ্যা করেন। তার সেশনটি প্রায় এক ঘন্টা চলে। শিক্ষার ধারণা, শিক্ষা, নীতি , লক্ষ ও উদ্দেশ্য, শিক্ষাক্রম, পাঠ্যসূচি এবং জীবন ও দক্ষতা নিয়ে কথা বলেন ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। নামাজের বিরতির পর গ্রæপ ওয়ার্ক করান ডেপুটি ট্রেনিং কো-অর্ডিনেটর, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম উপানুষ্ঠানিক ব্যরোর সাইফুজ্জামান রানা, দৈনন্দিন জীবনে আইন, নৈতিকতা ও অন্যান্য প্রসঙ্গ ব্যাখ্যা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইনের অধ্যাপক অধ্যাপক ড, মিজানুর রহমান ।

শনিবার, এপ্রিল ২৩,২০২২,দিনব্যপি সেন্টার ফর এথিক্স এডুকেশনের উদ্যোগে মিরপুর দারুস সালাম থানার হযরত শাহ আলী মডেল হাইস্কুলে নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। করোনা পরবর্তীতে এটি সিইই-র ১ম সরাসরি প্রশিক্ষণ। নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ এ প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইনের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, সিইই-র সিইও কাজী আলী রেজা, সিইইর মিডিয়া পরামর্শক চিন্ময় মুৎসুদ্দী, ড্যাফোডিলস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু ও জনাব সাইফুজ্জামান রানা, ডেপুটি ট্রেনিং কো-অর্ডিনেটর, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ পরিদর্শণ করেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন শাহআলী থানা শিক্ষা কর্মকর্তা জনাব রাবেয়া শিরিণ ও নাবিকের প্রতিনিধি ড. আবু বকর আহমদ, সভাপতিত্ব করেন হযরত শাহআলী মডেল হাইস্কুলের গভর্র্নিং বডির সভাপতি মিয়া মো. লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর যুবরাজ ও তাকে সহযোগিতা করেন সেন্টারের সাবিহা আফরোজ রিতু।


প্রশিক্ষণে উক্ত প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষক অংশ নেন। শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের নৈতিক আচরণে উদ্ধুদ্ধ করতে শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ খুবই সহায়ক হবে বলে মন্তব্য করেছেন অংশগ্রহণকারী ও আলোচকবৃন্দ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের জন্য প্রয়োজন বলে সকলেই মতামত প্রকাশ করেন।


প্রধান অতিথি ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, বাস্তব জীবনে নৈতিকতা না থাকলে কাজে আসবে না। তবে শিক্ষকদেও উপর ভরসা করা যায় তাদেও নৈতিকতা রয়েছে। শিক্ষকদেও প্রতি আস্থা হারিয়ে ফেললে তাহলে আমাদের আর কোন জায়গা থাকবে না। শিক্ষক মানুষ কিভাবে হন সে পথ দেখান। আমরা এ প্লাস এর জন্য হন্যে হয়ে ঘুরি কিন্তু নৈতিকতা নিয়ে কজন ছাত্র বের হল তা জানিনা। তিনি বলেন আমার অফিস শিক্ষকদের জন্য খোলা। আামাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন পরীক্ষা আগামীতে থাকবে না। পরীক্ষা নির্ভর পড়ালেখা থেকে বের হবার ক্যারিকুলাম প্রণিত হয়েছে। শিক্ষকরা সারা জীবেেনর মডেল। শিক্ষকদের নৈতিকতা শিক্ষার্থীরা ফলো করে। অঅমরা ব্যক্তি জীবনে নিজেরা নৈতিকতা অবলম্বন করব অন্যর অধিকারে হস্থক্ষেপ করব না।

বিশেষ অতিথি শাহআলী থানা শিক্ষা কর্মকর্তা রাবেয়া শিরিণ বলেন, আমাদের সন্তানরা তাদের শিক্ষকদের আইডল মনে করে, আদর্শ ভাবে, বাবা মার চেয়ে শিক্ষকদের কথায় গুরুত্ব দেয় বেশি। তাই শিক্ষকদের সেদিকটা বিবেচনা কওের চলতে হবে। সেই ভেবে কাজ করতে হবে। শিক্ষকদের নৈতিক দিকটা সঠিক রাখতে হবে। শিক্ষার্থীদের ভাল ও নৈতিক কাজে উদ্বুদ্ধ করতে তাদের জন্য মাসিক, বাৎসরিক পুরস্কার এর ব্যবস্থা করতে হবে। বøাক বোর্ডে অগ্রসর ও নৈতিক জ্ঞান সম্পন্ন ছাত্র/ছাত্রীদের নাম লেখতে হবে। তাহলে আশা করা যায় যে শিক্ষার্থীরা সারাদিন ভাল হয়ে চলবে এবং এ শ্লোগান স্বার্থক হবে।

সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, আমাদের নৈতিক কাজ গুলো অব্যহত রাখতে হবে। বিজ্ঞান প্রযুক্তিতে নৈতিকতা জরুরি । জ্ঞান মানুষকে নির্ভয় করে। তিনি বলেন, বাশ দিয়ে ব্রীজ বানানো অনৈতিক। শিক্ষকদের চরিত্র ঝাজালো হয়। প্রেক্ষাপট নতুন কথা জন্ম দেয়। প্লেটোনিক লাভ বলতে আমরা বুঝবো ছাত্র শিক্ষকের নীতি নৈতিকতার প্রেমে পড়েছে। তবে তিনি দিয়ে বলেন শিক্ষকদের বোকা হতে হবে, শিক্ষকরা চালাক হলে দেশের বারোটা বাজবে। শিক্ষকতা আমি বেশ এনজয় করি।