সাম্প্রতি আহ্ছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (এআইটিভেট) ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই)-এর যৌথ উদ্যোগে কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়নে নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজধানীর কাওরানবাজারে অবস্থিত এআইটিভেটের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মিডিয়া পরামর্শক ও প্রশিক্ষক চিন্ময় মুৎসুদ্দী ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচিতি, জড়তামুক্তকরণ ও প্রশিক্ষণের উদ্দেশ্য বিষয়ক সেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন। নৈতিক বিষয়ক তত্ত্বগত ধারণা এবং সিইই-র কোর্স পরিচিতি প্রদান করেন সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা। তিনি তাঁর উপস্থাপনায় এবং আলোচনায় নীতি, নৈতিকতা, অনৈতিকতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সিইই-এর পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান আইন ও নৈতিকতার ওপর প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি আইন কী এবং সমাজে-এর প্রয়োজনীয়তা ও আইন-এর সঠিক প্রয়োগ না থাকলে সমাজে বিশৃংখলা তৈরি হয় তা খেলার মাধ্যমে উপস্থাপন করেন।সমকালীন বাস্তবতা, নৈতিকতা ও আমার কর্ম বিষয়ে উপস্থাপনা করেন সিইই-র প্রোগ্রাম সমন্বয়কারী মো. সাইফুজ্জামান রানা। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এআইটিভেট-এর শিক্ষক মো. মনিরুজ্জামান। এআইটিভেট-এর অধ্যক্ষ মো. রবিউল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন ও সঞ্চালনা করেন এথিক্স এডুকেটর ইসরাত জাহান মৌসুমী।
সমাপনী পর্বে আয়োজিত প্রশিক্ষণ ও প্রশিক্ষণটির স্বার্থকতা সম্পর্কে আলোচনা করেন সিইই-র প্রজেক্ট সহ-সমন্বয়কারী আনিসুল কবির জাসির এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস. এম. খলিলুর রহমান।
