
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘এথিক্স অলিম্পিয়াড-২০২৩’। ‘এথিকস এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (ইটুএসডি), ঢাকা আহ্ছানিয়া মিশন ও নর্থ আমেরিকান ইসলামিক কমিউনিটি অব বাংলাদেশের (নাবিক) উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াডের পাশাপাশি সৃজনশীল বিষয়ে প্রতিযোগিতা ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের সমাপনী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ। সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রে-ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্ট বিজয়ী এম. এ. মুহিত, সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. খবির উদ্দিন খান, সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ইটুএসডির পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান। সঞ্চালনায় ইটুএসডির নির্বাহী পরিচালক কাজী আলী রেজা ও চিন্ময় মুৎসুদ্দী।
সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ইটুএসডির পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, দুইবারের এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, ইটুএসডির নির্বাহী পরিচালক কাজী আলী রেজা ও চিন্ময় মুৎসুদ্দী।
বক্তারা বলেন, নৈতিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হলে দেশ অন্ধকারের দিকে চলে যাবে। তাই প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।দেশের নৈতিক শিক্ষা বিস্তারে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে রাজধানীর ২০টি মাধ্যমিক স্কুল থেকে ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পাশাপাশি নৈতিকতার ওপর কবিতা আবৃত্তি, একক বক্তৃতা ও মরমি সংগীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
উল্লেখ্য, এথিকস এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইটুএসডি) ঢাকা আহ্ছানিয়া মিশন ও নর্থ আমেরিকান ইসলামিক কমিউনিটি অব বাংলাদেশ (নাবিক)-এর যৌথ প্রায়াস।















